শেয়ারের ক্রয়মূল্য না বাজারমূল্য, কোনটা ভালো

প্রথম আলো প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০৮:৩০

শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের হিসাব শেয়ারের ক্রয়মূল্য না বাজারমূল্যের ভিত্তিতে নির্ধারিত হবে, তার নিষ্পত্তি হতে চলেছে। বাংলাদেশ ব্যাংকের চিঠির জবাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬ক ধারা অনুযায়ী, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের ঊর্ধ্বসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণের ক্ষেত্রে শেয়ারের ক্রয়মূল্যকে “বাজারমূল্য” হিসেবে বিবেচনা করা যেতে পারে।’


২০১০ সালে শেয়ারবাজারে ধসের আগে থেকেই পুঁজিবাজার–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যাংকের বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে শেয়ারের ক্রয়মূল্যকে বাজারমূল্য হিসেবে বিবেচনার দাবি জানিয়ে আসছিল। এক যুগের বেশি সময় ধরে এ দাবি অমীমাংসিত রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত এ বিষয় সমাধানের উদ্যোগ নেন। সে অনুযায়ী গত ১৭ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মতামত চেয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠির জবাবে মন্ত্রণালয় গত মঙ্গলবার ফিরতি চিঠিতে তাদের মতামত জানায়। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারাধীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us