মদ পান করে গাড়ি চালানোয় ব্রাজিলিয়ান ফুটবলার বরখাস্ত

আজকের পত্রিকা প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ১৬:৫৩

পালমেইরাসে রেনান ভিক্তর দা সিলভা পেশাদারি ক্যারিয়ার শুরু করেছেন বেশি দিন হয়নি। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছেন। হয়তো একদিন ইউরোপের কোনো বড় ক্লাবে ডাক পেতেন কিংবা অভিষেক হয়ে যেত জাতীয় দলে। 



ব্রাজিলের সাও পাওলোর ক্লাবটির হয়ে ২০২০ সালে পেশাদারি ফুটবলে অভিষেক হয় রেনানের। কিন্তু ক্যারিয়ার গড়ার সময়টাতে বড় ধরনের ধাক্কা খেলেন রেনান। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে ২০ বছর বয়সী সেন্টার-ব্যাককে ছেড়ে দিয়েছে পালমেইরাস। এই মৌসুমে ধারে রেড বুল ব্রাগানতিনোর হয়ে খেলছিলেন রেনান। তবে এমন অভিযোগ পেয়ে ক্লাবটিও চুক্তি বাতিল করেছে তাঁর সঙ্গে। 



কেবল মদ্যপানই করেননি রেনান, মাতাল অবস্থায় লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকেও মেরে ফেলেছেন তিনি। রেনান এই দুর্ঘটনা ঘটান সাও পাওলোতে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ভুল লেনে গাড়ি তুলে দিয়ে মোটরবাইকে বিপরীত দিক থেকে আসা ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা দেন এই ডিফেন্ডার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই হত্যাকাণ্ডের জন্য রেনানকে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। আপাতত প্রায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে জামিনে আছেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us