অনলাইনে যোগাযোগের অন্যতম প্লাটফর্ম ডিসকর্ডের অ্যাকাউন্ট হ্যাক করার নতুন পদ্ধতির সন্ধান পেয়েছে সাইবার অপরাধীরা। এনপিএম ওপেন সোর্স রেসপিরেটরির পাশাপাশি বিভিন্ন ম্যালওয়্যার ব্যবহারের মাধ্যমে এ হামলা চালানো সম্ভব। খবর টেকরাডার।
ক্যাসপারস্কি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি লফিলাইফ নামে একটি ক্যাম্পেইনের সন্ধান পেয়েছে। মূলত ভল্ট স্টিলার ও লফি স্টিলার নামে দুটি ক্ষতিকর ম্যালওয়্যার ছড়িয়ে দেয়ার জন্য এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। রেসপিরেটরির মাধ্যমে এসব প্যাকেজ ছড়িয়ে দেয়া হয়েছে এবং বিভিন্ন ডেভেলপার এটি গ্রহণ করেছে।
একবার প্রবেশের পর ম্যালওয়্যারটি আক্রান্ত ব্যক্তির ডিভাইস থেকে ডিসকর্ডের টোকেন, ক্রেডিট কার্ডের তথ্যসহ অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চালায়। ক্যাসপারস্কি জানায়, এসব ক্ষতিকর ফাইল মূলত হেডলাইন মুছে দেয়ার জন্য বা গেমিং সংক্রান্ত কোনো তথ্য পাওয়ার জন্য তৈরি করা হয়েছে।