কৃষক-শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যার শিকার হওয়ার আগের কয়েক দিন শ্রমিকদের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। একইসঙ্গে নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ, বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বাণী পাঠানোর কাজগুলো করেন।
১৯৭৫ সালের ৯ আগস্ট দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চালনা বন্দরের সব শ্রমিকের নিম্নতম মজুরি বাড়িয়ে চট্টগ্রাম বন্দর শ্রমিকদের মজুরির সমপর্যায়ে আনার নির্দেশ দেন। বঙ্গবন্ধুর এই নির্দেশ অনুযায়ী, চালনা বন্দর শ্রমিকদের মজুরি শতকরা প্রায় ৮৫ ভাগ বাড়বে। উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের প্রাক-স্বাধীনতাকালীন যে মজুরি, তা দুই দফা বাড়ানো হলেও চালনার শ্রমিকদের প্রাক-স্বাধীনতাকালীন মজুরিই বহাল ছিল।