ইকবাল সোবহান চৌধুরী  মনে করেন, প্রধানমন্ত্রী  তার কাজের মাধ্যমে ইতিবাচক ইতিহাসের অংশ হয়ে থাকবেন

আমাদের সময় প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ১৪:২৫

সিনিয়র সাংবাদিক এবং প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী হাসিনা এ দফায় এমন কিছু করতে চান যাতে তিনি ইতিবাচক একটি ইতিহাসের অংশ হতে পারেন। প্রধানমন্ত্রী জনগণকে বিজয়ের প্রতিদান দিতে উদগ্রীব। রোবিবার বিবিসি বাংলাতে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তার কাজের মাধ্যমে ইতিবাচক ইতিহাসের অংশ হয়ে থাকবেন।তিনি বলেন, রেকর্ড চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। সে কারণেই দুর্নীতি এবং মাদকের মত ইস্যুকে  প্রধান টার্গেট করেছেন।তিনি আরো বলেন, দলের ভেতর এবং বাইরে যে অসামান্য কর্তত্ববাদ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা করেছেন, ব্যক্তিগতভবে যে নৈতিক উচ্চতা বজায় রেখেছেন তাতে তিনি চাইলে লক্ষ্য অর্জন সম্ভব। প্রথম কথা এখন পর্যন্ত  দুর্নীতির প্রশ্নে ব্যক্তিগতভাবে তিনি কোনো বিতর্কে পড়েননি।এরপর তার দল তার ওপর পুরোপুরি নির্ভরশীল। বিরোধী দল এখন অত্যন্ত দুর্বল। তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। কাকে তিনি ভয় পাবেন? আর মাথা যখন কাজ করে, হাতেপায়ে কিছু সমস্যা থাকলেও খুব সমস্যা হয়না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us