তার ‘জিহাদ’ ছিল পশ্চিমাদের বিরুদ্ধে, কিন্তু কথিত সেই জিহাদের জন্য বাংলাদেশকেও জঙ্গিবাদের উর্বর ক্ষেত্রে পরিণত করতে চেয়েছিলেন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের ড্রোন হামলার নিহত এই জঙ্গি নেতা ২০১৪ সালে এক অডিও বার্তায় বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ‘জিহাদের ডাক’ দিয়েছিলেন।
তার সেই ইচ্ছা পূরণ হওয়ারও উপক্রম হয়েছিল। ওই সময়টায় একের পর এক জঙ্গিবাদী হামলায় নিহত হতে থাকেন মুক্তমনা লেখক, ব্লগার, প্রকাশক ও অধিকারকর্মীরা।
লেখক অভিজিৎ রায় ও ব্লগার অনন্ত বিজয় দাশ খুন হওয়ার পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা-একিউআইএসের পক্ষ থেকে দায় স্বীকার করে বার্তাও দেওয়া হয়েছিল।