প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে শসায়

আজকের পত্রিকা প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ২০:৩০

প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। আমার মুখে অনেক ব্রণ হয়েছে। কিছু কিছু ব্রণ ভালো হয়ে যাওয়ার পরও কালো কালো দাগ রয়েই যাচ্ছে। ব্রণ ও দাগ থেকে মুক্তির উপায় কী?



মালিহা, কিশোরগঞ্জ



উত্তর: শসার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। এ জন্য সমপরিমাণ শসা ও টমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগসহ রোদে পোড়া দাগও মিলে যাবে।



অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের দাগ দূর করতে পারবেন। এ জন্য সকালে ও রাতে জেল মুখে লাগিয়ে রাখুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে দাগ চলে যাবে।


প্রশ্ন: আমি খুব সাজতে পছন্দ করি এবং মেকআপ করি। কিন্তু মেকআপ তোলা ও পরিষ্কার করা সম্পর্কে ভালো ধারণা নেই। এ বিষয়ে জানতে চাই।


নাতাশা আলম, কুড়িগ্রাম


উত্তর: প্রথমে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলার চেষ্টা করবেন। কিন্তু মেকআপ রিমুভার ব্যবহারের আগেই ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেওয়া কার্যকর পদ্ধতি। দ্বিতীয় ধাপে তুলোয় মেকআপ রিমুভিং লোশন নিয়ে ধীরে ধীরে মুখে লাগিয়ে নিন। তারপর আর এক টুকরো তুলো দিয়ে ম্যাসাজ করে মুখের মেকআপ তুলে ফেলুন।


প্রশ্ন: আমার মুখের ত্বক বেশ শুষ্ক এবং সাদা সাদা মরা চামড়া উঠছে। কী করলে ত্বক কোমল ও মরা চামড়া দূর হবে।


কোহিনূর, হবিগঞ্জ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us