ছেলে সেজে খেলতে খেলতে হাঁপিয়ে ওঠা মণি আর কত দিন পরিচয় লুকিয়ে রাখবে

প্রথম আলো প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ২০:১৬

কিশোরী মণি ছেলে সেজে ক্রিকেট খেলতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। একদিকে ক্রিকেট নিয়ে দিন দিন তার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। অন্যদিকে তার সামনে বড় বাধা, শেষ পর্যন্ত সে কি পারবে স্বপ্ন পূরণ করতে। ক্রিকেট ঘিরে এমন টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। ধারাবাহিকটির আজ ৫০০তম পর্ব প্রচারিত হবে।


‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলে যাওয়া নাটকটি শুরু হয় প্রত্যন্ত এক গ্রাম থেকে। যেখানে মায়া আর ভালোবাসায় জড়িয়ে ছিল দুই ভাই–বোন। তাদের নাম মণি আর মণ্ডা। ক্রিকেটপাগল মণ্ডার খেলা দেখে মণির মধ্যেও জন্মে খেলা আর ‘মাশরাফি’র জন্য আবেগ, ভালোবাসা। কিন্তু গ্রামের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে একসময় মণ্ডা হারিয়ে গেলে ভাইকে খুঁজতে শহরে আসে মণি, কাজ নেয় সাদিক খানের বাড়িতে। এর মধ্যেই ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা।


পরিচালক সাজ্জাদ সুমন বলেন, ‘মণি এখন দর্শকদের পছন্দের চরিত্র। তার জার্নিটা শুরু হয় অন্যভাবে। সে ভাইকে দেওয়া কথা রাখতে ক্লাব থেকে একাডেমি, আর একাডেমি থেকে বয়সভিত্তিক দলে খেলে জাতীয় পর্যায়ে যেতে চায়। স্বপ্ন পূরণ করতে গিয়ে ছেলে সেজে খেলতে খেলতে হাঁপিয়ে ওঠে মণি। নাটকের দর্শকদেরও প্রশ্ন জন্মেছে, আর কত দিন পরিচয় লুকিয়ে রাখবে মণি। সে কি ভাইকে দেওয়া কথা রাখতে পারবে? ক্রিকেট নিয়ে তার যে স্বপ্নের শুরু, সেটা কি পূরণ হবে—এগুলো নিয়ে দর্শক আমাদের কাছে প্রশ্ন করেন। কী হবে, জানতে চান। এসব নিয়ে আগামী পর্বগুলোয় আরও বেশি ক্লাইমেক্স তৈরি হবে। আমি খুবই আনন্দিত, আমাদের সিরিয়ালটি দর্শক পছন্দ করেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us