আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছেন। গত রোববার ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয়। ২০১১ সালে জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর জাওয়াহিরির মৃত্যুর ঘটনা জঙ্গি সংগঠনটির জন্য একটি বড় ধাক্কা। খবর আল–জাজিরার
আয়মান আল জাওয়াহিরি মিসরীয় বংশোদ্ভূত একজন শল্যচিকিৎসক ছিলেন। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ হামলায় তিনি সহযোগিতা করেন বলে অভিযোগ আছে। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল। রোববার সিআইএর অভিযানে জাওয়াহিরি নিহতের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।