শার্শা সীমান্তে ১ কেজি স্বর্ণসহ পাচারকারী গ্রেফতার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৮:৪৫

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে এক কেজি ১০৮ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ হাসানুজ্জামান (২২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।


মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মোটরসাইকেলসহ হাসানুজ্জামানকে উপজেলার কায়বা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্তে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা ক্যাম্পের একটি টহল দল অভিযান চালায়। এসময় এক কেজি ১০৮ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ হাসানুজ্জামানকে গ্রেফতার করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য সাড়ে ৮৪ লাখ ৫০ টাকা। হাসানুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us