স্থগিত করা হয়েছে টেলিটক ফাইভ-জি প্রকল্প

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৫:২৮

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম অপারেটর টেলিটকের অধীনে ২৩৬ কোটি টাকার ফাইভ-জি প্রকল্পের সম্প্রসারণ না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।


মঙ্গলবার (২ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রায় ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হবে।



বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করেন, দেশে যেখানে ফোর-জি সঠিকভাবে বাস্তবায়ন হয়নি, সেখানে কেন ফাইভ-জি প্রকল্প বাস্তবায়ন করা হবে?


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠকের পর গণমাধ্যমকে জানান, "প্রধানমন্ত্রী মনে করেন এখনই টেলিটকের ফাইভ-জি প্রকল্পের প্রয়োজন নেই। বাংলাদেশের সব জায়গায় প্রথমে ফোর-জি পরিষেবা নিশ্চিত করতে হবে। শুধু টেলিটক নয়, সব মোবাইল অপারেটরকে ফোরজি'র কভারেজ বাড়াতে বলা হয়েছে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us