এই সেদিন পত্রিকার খবর হলেন ডা. ইকবাল উদ্দিন আহমেদ। একসময়ের ডাকসাইটে ডাক্তার। একা মরে পড়ে ছিলেন ঘরে। স্ত্রী, সন্তান দেশের বাইরে।
প্রৌঢ়দের নিয়ে এক বিশাল সংকটের সময় যাচ্ছে আমাদের সামাজিক জীবনে। প্রয়োজন আর মূল্যবোধের দ্বন্দ্ব। মানবিক বোধ সেখানে অসহায়। যে অসহায়ত্বে হাবুডুবু খাচ্ছে আমাদের বৈচিত্র্যময় বিত্তের সমাজ।
উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্তের বেলায় বিত্তগত কারণে সমস্যাটি খুব প্রকট না হলেও, মধ্যবিত্ত শ্রেণিতে দিনে দিনে গুরুতর হয়ে তা দেখা দিচ্ছে।