ছিলেন সাদিও মানের গাড়িচালক, এখন খেলবেন একই ক্লাবে

প্রথম আলো প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৩:৩৭

স্বপ্ন কতভাবেই না সত্যি হয়!


কিছুদিন আগেও গাড়িতে করে সাদিও মানেকে বাড়ি থেকে বায়ার্ন মিউনিখের অনুশীলন মাঠে নামিয়ে দেওয়ার কাজ করতেন ডিজায়ার সেগবে আজানকপো। ভাগ্যের ফেরে এখন মানের মতো বায়ার্নের জার্সি পরবেন আজানকপোও!


হ্যাঁ, নিজেদের ‘বি’ দলের জন্য আজানকপোকে সই করিয়েছে বায়ার্ন মিউনিখ। অনুশীলন করবেন মানেদের সঙ্গেই। কোচ ইউলিয়ান নাগলসমানকে মুগ্ধ করতে পারলে খুলে যাবে মূল স্কোয়াডের দরজা।


মানের সঙ্গে আজানকপোর সম্পর্কটা অনেক আগের। সেনেগালের জেনারেশন ফুত একাডেমির হয়ে খেলতেন দুজনই। সেখান থেকে দুজনই নাম লেখান ফ্রান্সের ক্লাব মেৎসে। এরপর থেকেই বেঁকে যেতে থাকে দুজনের পথ। মেৎসে আলো ছড়িয়ে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবুর্গে নাম লেখান মানে। সেখান থেকে সাউদাম্পটন, লিভারপুল। লিভারপুলের হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন। এখন ভিন্ন চ্যালেঞ্জের আশায় পাড়ি জমিয়েছেন বায়ার্নে।


ওদিকে আজানকপোর রাস্তা এত ঊর্ধ্বমুখী ছিল না। মেৎসের মূল দলে সুযোগ পাননি, সেখান থেকেই ইউরোপের নিচুসারির দেশগুলোর লিগে ডাক পড়ে তাঁর। স্লোভাকিয়া, রোমানিয়া, লুক্সেমবার্গের বিভিন্ন ক্লাবে খেলে আবারও পাড়ি জমান ইংল্যান্ড ও ফ্রান্সের দ্বিতীয়-তৃতীয় বিভাগে।


জাতীয় দলের হয়ে অবশ্য নিয়মিতই তিনি। মানে সেনেগালে খেললেও, তিনি খেলেন বেনিনের হয়ে। এর মধ্যেই সাত ম্যাচ খেলে ফেলেছেন এই ফরোয়ার্ড। ২০১৯ আফ্রিকান কাপ অফ নেশনসে বেনিনের স্কোয়াডে ছিলেন, ২০২৩ আফকনের বাছাইপর্বে লড়েছেন মানের সেনেগালের বিপক্ষেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us