অন্তর্বাস তৈরিতে ২৬৬ কোটি টাকা বিনিয়োগ

প্রথম আলো প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১০:১৮

অন্তর্বাস তৈরির কারখানা স্থাপনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ২৬৬ কোটি টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) বিনিয়োগ করবে হংকং-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মালিকানাধীন কোম্পানি নোভা ইনটিমা লিমিটেড।


কোম্পানিটি বছরে ছয় কোটি ইউনিট নারীদের বিভিন্ন ধরনের অন্তর্বাস ও অন্তর্বাস তৈরির সামগ্রী বানাবে। এখানে কর্মসংস্থান হবে ৫ হাজার ৬২৫ জন বাংলাদেশির।


নোভা ইনটিমা লিমিটেডের মালিকানায় চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে নারীদের অন্তর্বাস তৈরির আরও দুটি প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। কারখানা দুটিতে কাজ করছেন প্রায় ছয় হাজার বাংলাদেশি।

আজ সোমবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও নোভা ইনটিমা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় উত্তম চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম ও নাফিসা বানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ নিয়ে মোট ১১টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে বেপজার সঙ্গে চুক্তি করেছে। প্রতিষ্ঠানগুলো মোট ২৪ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us