৮৮,০৭৮ কোটি টাকার ৫জি স্পেকট্রামের বরাত পেলেন মুকেশ অম্বানী, ঘোষণা কেন্দ্রের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৯:৫৪

মুকেশ অম্বানীর সংস্থা রিল্যায়েন্স জিও সবচেয়ে বেশি বরাত পেয়েছে ফাইভ জি স্পেকট্রামের, জানালেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অম্বানীর সংস্থা ফিফথ জেনারেশন বা ফাইভ জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে। যদিও এই দৌড়ে থাকা আরেক শিল্পপতি গৌতম আদানি থেমেছেন ২১২ কোটি টাকার বরাতেই। কেন্দ্র জানিয়েছে, মোট ১০টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল।


এর মধ্যে ৭১ শতাংশই বিক্রি হয়ে গিয়েছে। গত ২৬ জুলাই শুরু হয় স্পেকট্রামের নিলাম। টেলিকম মন্ত্রক জানিয়েছে, প্রথম দিনেই ১.৪৫ লক্ষ কোটি টাকার দর ওঠে নিলামে। সোমবার ৪০ রাউন্ড নিলামের পর স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়াটি শেষ হয়েছে। কেন্দ্র জানিয়েছে দেড় লক্ষ কোটি টাকার স্পেকট্রাম বিক্রি হয়েছে। এর মধ্যে রিল্যায়েন্স বিভিন্ন ব্যান্ডের ৭০০ মেগাহার্টজের স্পেকট্রাম কিনেছেন। এই স্পেকট্রামের সাহায্যে ৬-১০ কিলোমিটার পর্যন্ত সিগন্যাল পাওয়া যাবে। আদানির সংস্থা কিনেছে ২৬ গিগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম। এই স্পেকট্রাম অবশ্য সাধারণ জনগণের জন্য নয়। এ ছাড়া ভারতী এয়ারটেল ৪৩ হাজার ৮৪ কোটি টাকার স্পেকট্রাম, ভোডাফোন ১৮ হাজার ৭৮৪ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us