বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষের পথে। এরই মধ্যে বেশিরভাগ ক্লাব লিগের খেলা শেষ করেছে। মঙ্গলবার পর্দা নামবে এবারের প্রিমিয়ার লিগের। লিগ শেষ না হলেও অনেক আগে থেকেই নতুন মৌসুমের দলবদলের বাজার জমে উঠেছে। এরই মধ্যে লিগ শেষ করা দলগুলোর মধ্যে আছে সাইফ স্পোর্টিং ক্লাব। জানা গেছে, এবার দলবদলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ক্লাব হবে সাইফ স্পোর্টিং ক্লাব।
দলটির সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়াসহ গুরুত্বপূর্ণ ৫ ফুটবলার সাইফ ছেড়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে কথাবার্তা পাকা করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আগেই বাতাসে ভাসছিল, এবারের দলবদলে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন জাতীয় দলের অধিনায়ক। একটি সূত্র জানিয়েছে, কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিকে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছেন ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার।