ভারতে আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কিপক্স, বাচ্চাদের কী কী উপসর্গ দেখলে এখনই সতর্ক হবেন?

এইসময় (ভারত) প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৯:৫৮

বিশ্বে করোনা আতঙ্কের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে Monkey Pox। পর্তুগাল, স্পেন, ব্রিটেন ও আমেরিকার মতো কয়েকটি দেশেও এই রোগে আক্রান্ত রোগীর হদিশ পাওয়া গিয়েছে। চিকিৎসকদের মতে এটি এক রকমের বসন্ত রোগ। প্রাণীদের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস দ্রুত মানবদেহে ছড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হল। সূত্রের খবর, কেরলের ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১৯ জুলাই তাঁর সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসে।


কিছুদিন আগে উত্তরপ্রদেশের একটি পাঁচ বছরের শিশুর শরীরে Monkeypox-এর একাধিক উপসর্গ দেখা যায়, যা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে। শিশুটির একাধিক পরীক্ষা করা হয়। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি শিশুর দেহে এই রোগের উপসর্গ দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, আট বছর বয়সের শিশুরা এর গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us