সি–বাইডেনের ‘পুরোনো বন্ধুত্ব’ কি বিশ্বশান্তি আনতে পারবে

প্রথম আলো শরণ সিং প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৮:৩৪

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে অনলাইনে দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়ে গেল। ২০২১ সালের জানুয়ারি মাসের পর এটা পঞ্চম সংলাপ। যাহোক, দুই নেতার মধ্যে ঘন ঘন সংলাপ বাস্তব পরিস্থিতির খুব একটা বদল ঘটাতে পারবে বলে মনে হয় না। যথারীতি এ ধরনের সংলাপ শব্দের খেলা ছাড়া আর কিছু নয়। এর স্থায়িত্বকালও কয়েক ঘণ্টার বেশি নয়। সংলাপ চলাকালে দুই প্রেসিডেন্ট কিংকর্তব্যবিমূঢ় হয়ে যেতে পারেন। কিংবা প্রথাপালনের মতো করে লিখিত বক্তব্যও পড়ে থাকতে পারেন।


প্রেসিডেন্ট হওয়ার পর জো বাইডেন এবং সি চিন পিংয়ের মধ্যে এখন পর্যন্ত সামনাসামনি সংলাপ হয়নি। কোভিড মহামারির জন্য প্রেসিডেন্ট সি দুই বছরের বেশি সময় চীনের বাইরে যাননি। শিগগিরই তিনি সফরে যাবেন, এমন সম্ভাবনাও কম। বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দুই দেশের নেতার মধ্যে যে অনিশ্চয়তা ও উদ্বেগজনক পরিস্থিতি, তা বাকি বিশ্বের ওপর বিশাল চাপ তৈরি করেছে। তবে দুজনকেই তাঁদের দেশে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সেটাকে ধন্যবাদ জানানো যেতেই পারে! বাইডেনের জনপ্রিয়তা এখন তাঁর দেশে সবচেয়ে নিচু পর্যায়ে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। অন্যদিকে, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে আসীন হতে সি চিন পিংকে উপদলীয় দ্বন্দ্ব মোকাবিলা করতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us