এশীয় অঞ্চলে নেতৃত্বের ধারায় পরিবারতন্ত্রের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ

আমাদের সময় প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ১১:০৫

জুয়েল খান : সিনিয়র সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকী বলেছেন, বিএনপির নেতাদের একটি অংশ চাচ্ছে, তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব উঠে আসার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ড. রেজোয়ান সিদ্দিকী বলেন, বিশেষ করে তৃণমূলে নেতা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব ঠিক করার বিষয়টিই নির্বাচনের মাধ্যমে ঠিক করতে হবে। মওদুদ আহমদ এবং ড. খন্দকার মোশাররফ হয়তো একথা বোঝাতে চেয়েছেন। এখন থেকে নতুন নেতৃত্ব নির্বাচনে ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে ঠিক করতে হবে। এটা দলীয়ভাবেই সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, এশীয় অঞ্চলে নেতৃত্বের ধারায় পরিবারতন্ত্রের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যেমন ভারতে গান্ধী পরিবার, পাকিস্তানে ভুট্টো পরিবার, বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের পরিবার, জিয়াউর রহমানের পরিবার এবং এরশাদের পরিবার। বাংলাদেশের মানুষ এই পরিবারের মানুষের প্রতি বিশেষ আস্থা রাখে। সুতরাং এই পরিবারের বাইরে নেতৃত্ব আসলে মেনে নেয়াটা সহজ হবে না। কারণ এসব পরিবারের একটি ইমেজ তৈরি হয় যে, অমুকের ছেলে বা মেয়ে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপির কথা ভাবা যাবে না। এখানে নতুন নেতৃত্বের কোনো সুযোগ নেই। কারণ এই দু’জনের বাইরে কেউ আসলে দলের ভেতরে বিভেদ তৈরি হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us