গাছের পরিচর্যায় যে ভুলগুলো করবেন না

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১৯:২৪

অনেকে মনে করেন প্রতিদিন পানি দিই তবুও গাছ কেন মরে যায়? হয়তো এই প্রতিদিন পানি দেওয়ার কারণেই শখের গাছগুলো মরে যাচ্ছে। কারণ সব গাছে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন হয় না। আবার অনেকে অভিযোগ করেন নার্সারির গাছ ঘরে আনলেই পাতা হলুদ হয়ে যায় কিংবা ঝরে পড়ে। ঠিক মতো ফুল বা ফলও আসে না। এসবের কারণ হচ্ছে গাছের ভুল পরিচর্যা।



গাছের পাতা হলুদ হয়ে যাওয়া
গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অন্য্যতম প্রধান কারণ পানির হেরফের। গাছে অতিরিক্ত পানি দিলে যেমন পাতা হলুদ হয়ে যেতে পারে, তেমনি প্রয়োজনের চাইলে কম পানি দিলেও হতে পারে। নার্সারি থেকে গাছ কেনার সময় কোন গাছে কী পরিমাণ পানি দেবেন সেটা জেনে নিন। ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট বা সাকুলেন্ট ধরনের গাছে খুব কম পানি লাগে। সপ্তাহে একবার পানি দিলেও এগুলো দিব্যি বেঁচে থাকবে। আবার স্পাইডার বা নির্দিষ্ট কিছু গাছের জন্য প্রতিদিন বা দুই এক দিন পরপরই পানি দেওয়া জরুরি। একটি গাছ কিনে আনার পর গুগল করে সেটার যত্ন সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।



ভুল টবে গাছ রাখা
ঘরে সাজানোর জন্য ছোট সিরামিকের টবই আমাদের প্রথম পছন্দ। কিন্তু এই ধরনের টবের নিচে সাধারণত ছিদ্র থাকে না। ফলে পানি বেরিয়ে যেতে না পেরে শিকড় পচে যায়। আবার ছোট টবে রাখার কারণে নির্দিষ্ট সময় পর গাছ আর বাড়তে পারে না। তখন মলিন ও ফ্যাকাসে হয়ে যায় গাছ। গাছ রাখার জন্য মাটির টব আদর্শ। গাছ ঘরে রাখতে চাইলে মাটির টব রঙ করে ফেলতে পারেন। যেকোনো গাছই ছিদ্রযুক্ত টবে লাগাবেন। মাটির টবের ভাঙা অংশ ছিদ্রের উপর দিয়ে দেবেন মাটি ফেলার আগে। যদি দেখেন শিকড় মাটি থেকে বের হয়ে আসছে ও গাছ নির্জীব হয়ে পড়ছে, তবে গাছটি উঠিয়ে বড় টবে লাগান।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us