খুব সুন্দর করে সাজলেন কিন্তু একটু লিপস্টিক পরলেন না, দেখতে কি সুন্দর লাগবে? নারীর সাজের প্রাণ হলো লিপস্টিক। এটি সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। কিন্তু লিপস্টিক ব্যবহারের সময় কিছু ভুল পুরো সাজটাই মাটি করে দিতে পারে। সেজন্য জেনে নিতে হবে লিপস্টিক ব্যবহারের সঠিক নিয়ম। তাহলে আর সাজ নষ্ট হওয়ার ভয় থাকবে না। চলুন জেনে নেওয়া যাক-
ম্যাট লিপস্টিকের আগে ময়েশ্চারাইজার
ম্যাট লিপস্টিক পরার প্রচলন এখন অনেক বেড়েছে। এটি সহজে ছড়ায় না এবং লেপ্টে যাওয়ার ভয় থাকে না। কিন্তু ম্যাট লিপস্টিক পরলে ঠোঁট হালকা শুষ্ক হয়ে যায়। তাই ঠোঁটে ম্যাট লিপস্টিক পরার আগে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এতে ঠোঁট অনেক নরম ও সুন্দর থাকবে। লিপস্টিক দেখতেও সুন্দর লাগবে।
ঠোঁট কালচে হলে