অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে স্মার্টফোনের যেসব অ্যাপ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১৪:৫৭

এখন অনেকেই আমার্টফোনে অনলাইন ব্যাংকিং করেন। প্রায় সব ব্যাংকেই এখন এই সুবিধা আছে। স্মার্টফোন থেকেই টাকা পাঠানোসহ যাবতীয় কাজ করা যায়। তবে স্মার্টফোনে যারা এই কাজটি করেন তাদের জন্য বিপদ সংকেত। স্মার্টফোনে থাকা কিছু অ্যাপ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারেন।


সম্প্রতি সিকিওরিটি রিসার্চ সংস্থা ট্রেন্ড মাইক্রোর একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনে এমনই কিছু ম্যালওয়্যার সংক্রামিত অ্যাপ রয়েছে, যেগুলো গ্রাহকের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যেমন, ব্যাংকিং তথ্য, পিন, পাসওয়ার্ডসহ আরও একাধিক বিষয় চুরি করতে পারে। শুধু তাই নয়। অ্যাপগুলো গ্রাহকের ফোনের টেক্সট মেসেজ পড়ে ফেলতে পারে এবং সেগুলোকেও ক্ষতিকারক ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত করতে পারে।


চলুন দেখে নেওয়া যাক সেই অ্যাপ কোনগুলো। আপনার স্মার্টফোনে থাকলে তা দ্রুত আনইনস্টল করুন।


>> কল রেকর্ডার এপিকে
>> রুস্টার ভিপিএন
>> সুপার ক্লিনার-হাইপার অ্যান্ড স্মার্ট
>> ডকুমেন্ট স্ক্যানার-পিডিএফ ক্রিয়েটর
>> ইউনিভার্সাল সেভার প্রো
>> ঈগল ফটো এডিটর
>> কল রেকর্ডার প্রো+
>> এক্সট্রা ক্লিনার
>> ক্রিপ্টো ইউটিলস
>> ফিক্সক্লিনার
>> ইউনিভার্সাল সেভার প্রো
>> লাকি ক্লিনার
>> জাস্ট ইন: ভিডিও মোশন
>> ডকুমেন্ট স্ক্যানার প্রো
>> কঙ্কার ডার্কনেস
>> সিম্পলি ক্লিনার
>> ইউনিক কিউআর স্ক্যানার


সূত্র: ওয়ার্ল্ড ন্যাশন নিউজ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us