একক অর্ণবকে প্রায় হারিয়ে ফেলেছিলেন শ্রোতারা। কোক স্টুডিও বাংলা’র দৌলতে তাকে খুঁজে পাওয়া গেলেও সেটা ছিলো আড়াল থেকে উঁকি মারার মতোই।
অবশেষে সেই আড়াল-উঁকি থেকে সরাসরি স্বকণ্ঠে সামনে এলেন এই মিউজিকম্যান। ৩০ জুলাই প্রকাশ হলো অর্ণবের গান ‘বন্ধুরা সব কই’। সাজিদুল করিম দীপুর কথায় গানটির সুর-সংগীত করেছেন অর্ণব নিজেই। এতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন শুভ, রুবাইয়াত ও নাফিসা।
গানটির ভিডিও পরিচালনা করেছেন আবরার আতাহার। এর আগে এই নির্মাতা অর্ণবকে নিয়ে মিউজিক্যাল ছবি ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ নির্মাণ করেছিলেন। গানটি নির্মাণ ও প্রচারের তত্ত্বাবধানে আছে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক এমসিএল।