আফগানিস্তানের রাজধানী কাবুলের মূল ক্রিকেট স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। তখন স্থানীয় কর্তৃপক্ষ ৪ জন আহত হওয়ার সংবাদ জানিয়েছিল।
তবে শনিবার (৩০ জুলাই) পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সেই বিস্ফোরণে ২ জনের প্রাণহানির খবর দিয়েছেন, ‘গ্রেনেড বিস্ফোরণের ফলে দুজন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’
শুক্রবার আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগের ম্যাচ চলাকালে এই বিস্ফোরণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় খেলা। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান শুক্রবার জানিয়েছিলেন, ‘স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ম্যাচ বন্ধ হয়ে গেলেও কিছু সময় পর ফের ম্যাচ শুরু হয়।’
গত ১৮ জুলাই থেকে চলছে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগ (এসসিএল)। ৮ দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট।