শ্বশুর কি বাবা হতে পারেন?
নিশ্চয়ই পারেন। হতে পারেন বাবার মতো নির্ভরতার পরম আশ্রয়। দুঃসময়ের শীতল ছায়া। কিংবা বিপদে বুকে আগলানো বন্ধু। শ্বশুর মূলত বাবারই আরেকটা রূপ। আবার বাবাও তো শ্বশুরেরই প্রতিচ্ছবি।
অবশ্য ভিন্ন চিত্রও দেখা যায়। কোনো কোনো শ্বশুর আছেন, যাঁরা কখনাই ঠিক বাবা হয়ে উঠতে পারেন না। পুত্রবধূ বা জামাতার কাছে তাঁরা হয়ে থাকেন দূরের মানুষ। খিটখিটে, বদমেজাজি কিংবা ভীতিকর কেউ একজন।