ভিডিও গেম বিক্রি কমলেও আয় বেড়েছে সনির

বণিক বার্তা প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৯:১৬

চীনা লকডাউনের নেতিবাচক প্রভাব ও ভিডিও গেমের বাজার সংকুচিত হলেও দ্বিতীয় প্রান্তিকে সনির মুনাফা বেড়েছে ৩ শতাংশ। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগ প্রযুক্তি কোম্পানির মুনাফা যেখানে কমেছে, সেখানে এপ্রিল-জুন প্রান্তিকে ১৬০ কোটি ডলার মুনাফা করেছে টোকিওভিত্তিক কোম্পানিটি।


সনি গতকাল তাদের আয়-ব্যয়ের উপাত্তে জানায়, দ্বিতীয় প্রান্তিকে তাদের মোট আয় ২ শতাংশ বেড়ে ২ দশমিক ৩১ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার ৭৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মূলত মিউজিক সেগমেন্টের শক্তিশালী চাহিদার ওপর ভর করে আয় বেড়েছে সনির।


সাম্প্রতিক বছরগুলোয় প্লেস্টেশন ভিডিও গেম কনসোল, ব্রাভিয়া টিভি ও কলম্বিয়া পিকচার্সের ওপর ভর করে আয় করে আসছিল সনি। কোম্পানির মুখ্য আর্থিক কর্মকর্তা (সিএফও) হিরোকি তোতোকি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক শ্লথগতি কিছুটা উদ্বেগের কারণ হলেও স্ট্রিমিং ব্যবসা স্থিতিশীল থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us