গত ৩০ বছরে যে আবেগ আর উৎসাহ নিয়ে দেশের আনাচে-কানাচের কলেজে ‘মহাসমারোহে’ অনার্স কোর্স চালু করা হয়েছে, এখন বোধকরি তা আর নেই। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের আনুমানিক ২২৫০টি ডিগ্রি কলেজের মধ্যে ৮৮০টি কলেজে অন্তত ৩০টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এর মধ্যে মাস্টার্স চালু আছে ১৭০টি কলেজে।
এ পর্যন্ত ডামাডোলের মধ্য দিয়ে কোনোরকমে চলে এলেও এবার ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ অনার্স ভর্তির হালহকিকত দেখে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকসহ সচেতন মহলে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
জেলা সদর এবং উপজেলা পর্যায়ের খ্যাতনামা কলেজগুলো যেমনই হোক, যেখানে-সেখানে অনার্স চালু করা কলেজগুলোতে চরমভাবে শিক্ষার্থীসংকট অনুভূত হচ্ছে। ২০ জুলাই ছিল অনার্স প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস। এ উপলক্ষ্যে কলেজে কলেজে, বিশেষ করে বিভাগে বিভাগে বেশ ঘটা করে অনুষ্ঠান করার রেওয়াজ রয়েছে। ফুলের পাপড়ি ছিটিয়ে, রজনীগন্ধার স্টিক, কলম, ডায়েরি, ফাইল এমন নানা কিছু দিয়ে নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়।