ঢাকা দক্ষিণের ওয়ারী থানা বিএনপির ২০ নেতাকর্মীর মুক্তির দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ঢাকার বংশাল জিন্দাবাহার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের নিয়ে মিছিলে নামেন তিনি। মিছিলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াবাজার, রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে রথখোলা চত্বরে গিয়ে শেষ হয়।