সিঁড়িতে বসে আছেন সাবেক কানাডিয়ান পর্ন অভিনেত্রী সানি লিওন। তার কোলে বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। দুজনের মুখের উচ্ছ্বাসই বলে দিচ্ছে ঝুলিতে আছে নতুন কোনো কাজ। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বলিউডে পছন্দমতো কাজের সুযোগ পান না বলে আফসোস আছে সানি লিওনের।
তবে সেই সাধ এবার মিটতে চলেছে অভিনেত্রীর। সানিকে অফিসে ডেকেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। কথা হয়েছে। অডিশনও দিয়েছেন সানি। এই খবর অভিনেত্রী জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে।