শিরোনামের প্রশ্নটি আমার নিজের নয়। প্রশ্নটি করেছেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় অবস্থিত শাহাপাড়ার বাসিন্দা দীপালি রানী। আগুনে পুড়ে ছাই হওয়া চৌদ্দ পুরুষের বসতভিটার ধ্বংসস্তূপের পাশে মাথায় হাত দিয়ে লুণ্ঠনে সর্বহারা মধ্যবয়সী নারী দীপালি রানী বসে আছেন। যাঁরাই সান্ত্বনার বাণী নিয়ে গেছেন, তাঁদের সবাইকে তিনি মাত্র একটি প্রশ্নই করেছেন, আমার দোষ কী? আমি ও আমার পরিবার কী অন্যায় করেছে? এই প্রশ্নের উত্তরে কে কী বলেছেন তার কিছু পত্রিকায় দেখিনি।
তবে দীপালি রানীর উল্লিখিত মাথায় হাত দিয়ে বসে থাকা ছবিটি বড় আকারে, বড় ক্যাপশনসহ দেশের শীর্ষ ইংরেজি পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে। সারা বিশ্বের মানুষ সেটা দেখেছে, পড়েছে এবং দীপালি রানীর প্রশ্নটিও শুনেছে। রাষ্ট্রের যাঁদের এই প্রশ্নের উত্তর প্রদানের দায়বদ্ধতা রয়েছে, তাঁরা কোনো উত্তর দিয়েছেন কি না জানি না। তবে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ বলছে, তারা হিন্দু বলেই তাদের ওপর আক্রমণ হয়েছে; এ কথাটিও হেডলাইন আকারে পত্রিকার প্রথম পৃষ্ঠায় এসেছে।