যাত্রীবাহী বিমানটি আকাশে উড্ডয়নের আগেই রানওয়েতে পিছলে গেল চাকা। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের যোরহাট বিমানবন্দরে। এ ঘটনার সময় বিমানে ৯৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই অক্ষত রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর কলকাতাগামী বিমানটির চাকা পিছলে গিয়ে রানওয়ের পাশের জমির কাদায় গেঁথে যায়। এ ঘটনার জেরে বাতিল করা হয় কলকাতাগামী ৬এফ-৭৫৭ ফ্লাইটটি। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়, কেন এমন ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, ঘটনার কারণে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার কলকাতাগামী ওই ফ্লাইট বাতিল করা হয়। যোরহাট বিমানবন্দরের ঘটনায় কোনো বিমানকর্মীর আঘাত লাগেনি। সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, প্রযুক্তিগত কোনো ত্রুটির কারণে এমন হয়ে থাকতে পারে। সূত্র: এনডিটিভি।