মদ জব্দ: ‘তথ্য দেওয়ায়’ কাস্টমস কর্মকর্তাকে ‘প্রাণনাশের হুমকি’, থানায় জিডি

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১১:১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে ২ কনটেইনার বিদেশি মদ জব্দ করার ঘটনায় চট্টগ্রাম কাস্টমস হাউসের এক কর্মকর্তাকে বিদেশ থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।


চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিপিইজেড) কাস্টমস শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) রাশেদুর রহমান বলছেন, ২৩ জুলাই মদ জব্দ করার পরদিন একটি বিদেশি নম্বর থেকে তাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ২৪ জুলাই বন্দর নগরের ইপিজেড থানায় নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রি করেছেন।



পরে পুলিশ আদালতের কাছে এই জিডি তদন্তের অনুমতি চাইলে বিষয়টি সবার নজরে আসে।



জিডির বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন কাস্টমস কর্মকর্তা নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন এবং আমরা তা তদন্ত করছি। ঘটনাটি তদন্ত করে আমরা নিশ্চিতভাবে বলতে পারব আসলে কী ঘটেছে এবং কারা করেছে।'


তিনি আরও বলেন, 'ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) রানা প্রতাপ জিডিটি তদন্ত করছেন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us