ঈদের পর রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্যপণ্যের দাম এখনো স্বাভাবিক হয়নি। বেড়েছে ইলিশ মাছ ও মুরগির মাংসের দাম। তবে সবজির দাম আগের মতোই রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
সরেজমিনে আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। এক পিস ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা।
মুরগির বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫০ টাকায়। আর দেশি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকায়। সোনালি (কক) বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজিতে।
মুরগির দামের বিষয়ে বাসাবোর ব্যবসায়ী আলী বলেন, অনেকের বাসায় ঈদের পর মুরগির চাহিদা বেড়েছে। যার কারণে দাম কিছুটা বেশি।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকায়, টমেটোর কেজি ১০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, লতি ৬০ টাকা, বরবটি ১৭০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ৯০ টাকা। কাঁচামরিচের কেজি ১৬০ টাকা, পটোল ৪০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা।