রাজধানীতে পুলিশের রেকার গাড়ির চাপায় স্কুলছাত্র নিহত

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০৮:১৭

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম তিন নম্বর গেটের সামনে পুলিশের রেকার গাড়ির চাপায় মোটরসাইকেলচালক মাহতাব আহমেদ তাসিন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে স্টেডিয়াম গেটের সামনে ঘটনাটি ঘটে। 



মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 



ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী নুর হোসেন জানান, রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই শিক্ষার্থী। এ সময় পুলিশের রেকার গাড়ির চাপায় গুরুতর আহত হয় সে। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 



ঘটনার সংবাদ পেয়ে তাসিনের আত্মীয়-স্বজন ঢাকা মেডিকেলে আসেন। তাসিনের মা কাকলী আক্তার জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মনদগাও গ্রামে। বর্তমানে ওয়ারী স্ট্রিট বলধা গার্ডেনের সামনে একটি বাসায় ভাড়া থাকেন। তাসিন কেরানীগঞ্জ শাখার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ে। দুই ভাই এক বোনের মধ্যে তাসিন ছিল দ্বিতীয়। 


কাকলী আক্তার আরও জানান, তাসিন বিকেলে বাসা থেকে বের হয়। পরে তাসিনের কোনো এক বন্ধুর মোটরসাইকেল চালাচ্ছিল সে। রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে তাসিনের মৃতদেহ দেখতে পান তাঁরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us