'পুলিশের গুলিতে' নিহত শিশু সুরাইয়ার দাফন সম্পন্ন

সমকাল প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১৯:১৪

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে 'পুলিশের গুলিতে' নিহত আট মাসের শিশু সুরাইয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিরডাঙ্গী ঈদগাহ মাঠে জানাজা শেষে সুরাইয়ার দাফন সম্পন্ন হয়।


জানাজায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক এমপি ইয়াশিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার কবীর নাইম স্টিভ, উপজেলা চেয়ারম্যান মুন্নাসহ স্থানীয়রা। এদিন কয়েক হাজার নারী পুরুষ সুরাইয়ার মরদেহ দেখার জন্য ছুটে আসেন।


এর আগে ময়নাতদন্ত শেষে সুরাইয়ার মরহেদ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। মরহেদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুরাইয়ার স্বজনরা। সুরাইয়ার বাবা-মা, আত্মীস্বজনসহ স্থানীয়রা কোনোভাবেই এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না।


বুধবার ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে সুরাইয়ার মৃত্যু হয়। পুলিশের গুলিতে শিশুটির মাথার খুলি উড়ে যায়।


বাচোর ইউনিয়নের ভিএফ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের ফল ঘোষণা করার সময় এমন ঘটনা ঘটে। নিহত শিশু সুরাইয়া মিরডাঙ্গী দিঘীপাড়া এলাকার বাদশাহ মিয়ার মেয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us