পতন থামাতে আবারো ফ্লোর প্রাইস বেঁধে দেয়া হলো

বণিক বার্তা প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১৯:০১

পুঁজিবাজারের চলমান সংকট মোকাবেলায় আবারো শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর পতনের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। যা আগামী কার্যদিবস থেকেই কার্যকর হবে।


বিএসইসির আদেশে বলা হয়েছে, আজ বৃহস্পতিবারসহ আগামী ৪ কার্যদিবসের সর্বশেষ দরের গড় প্রাইস হবে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস। আগামী কার্যদিবস থেকে সিকিউরিটিজের দর ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। 


এর আগে ২০২০ সালের ১৯ মার্চ বাজারের পতন ঠেকাতে সরকারের নির্দেশে ফ্লোর প্রাইস বসানো হয়েছিল। তখন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স নেমে এসেছিল ৩ হাজার ৬০৪ পয়েন্টে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us