ক্লাসে বই না আনায় শিক্ষার্থীকে পিটিয়ে জখম

সমকাল প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১৭:১৮

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীকে ক্লাসে পাঠ্য বই না আনায় পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দশম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীর বাবা বিচার চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।  বৃহস্পতিবার তিনি এ অভিযোগ করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দশম শ্রেণির বিজ্ঞান ক শাখায় ইংরেজি শিক্ষক ভেরনিকা কস্তা ক্লাস নিচ্ছিলেন। এসময় যারা ক্লাসে ইংরেজি বই আনেনি তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়া হয়। এসময় অধ্যক্ষ কর্তৃক মনোনীত মাধ্যমিক শাখার ইনচার্জ ফাদার পিউস পরিদর্শনে গিয়ে বই না আনায় সবাইকে গালমন্দ করতে থাকেন। এসময় নির্যাতিত ছেলে নিজ মুখে হাত দিলে ফাদার পিউস তার বিরুদ্ধে মুখ ভেঙ্গানোর অভিযোগ তোলেন। একই সাথে শিক্ষক ভেরনিকার হাতে থাকা লাঠি দিয়ে ছেলেটিকে বেধড়ক এলোপাথারি পিটাতে থাকেন। লাঠি ভেঙ্গে গেলে হাত দিয়েই মারতে থাকেন। এসময় ছেলেটি বামচোখে আঘাত পায়। পরে পরিস্তিতি বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।


ফাদার পিউস বলেন, ‘অসাবধানতাবশত ওই শিক্ষার্থীর চোখের কোনায় লেগেছে। এ বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা-মায়ের সাথে বসে কথা চলছে'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us