মেটা কোয়েস্ট ২ ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের দাম ১০০ ডলার বাড়িয়েছে মেটা। আগামী আগস্ট থেকে ৩৯৯ ডলারের ডিভাইসটি ৪৯৯ ডলারে বিক্রি করা হবে। দাম বাড়লেও এতে নতুন কোনো ফিচার যুক্ত করা হয়নি। বর্ধিত দামের ব্যাপারে মেটা বলেছে, ‘ভার্চুয়াল ইকোসিস্টেম তৈরিতে আমরা কয়েক শ কোটি ডলার বিনিয়োগ করেছি।
উৎপাদন ও সরবরাহ করার খরচও বেড়েছে। দাম বাড়লেও অন্যান্য ভিআর হেডসেটের তুলনায় কোয়েস্ট ২-ই সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডিভাইস হবে। আমরা এই পরিবর্তন আনছি, যাতে দীর্ঘ মেয়াদে ভার্চুয়াল রিয়ালিটি জগৎ তৈরিতে আমরা বিনিয়োগ অব্যাহত রাখতে পারি। উন্নত মানের ডিভাইস তৈরিতে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। ’ চলতি বছরের শেষ দিকে নতুন মডেলের হেডসেট বাজারে আনবে মেটা। ভিআর হেডসেটটির কোড নাম ‘প্রজেক্ট ক্যামব্রিয়া’। কোয়েস্ট ২ বাজারে আসে ২০২০ সালের অক্টোবরে। এখন পর্যন্ত ডিভাইসটির এক কোটি ৪৮ লাখ ইউনিট বিক্রি হয়েছে।