গেম খেলার সময়ের সঙ্গে ভালো থাকার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি ৩৯ হাজার ভিডিও গেমারের ওপর জরিপ চালিয়ে এই তথ্য দিয়েছেন অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের গবেষকরা। ভালো থাকার পরিমাপ করা হয়েছে জীবন নিয়ে সন্তুষ্টি ও আবেগের (সুখ, দুঃখ, রাগ ও হতাশা) মাত্রার ওপর। অথচ ২০২০ সালে একই বিভাগের গবেষকদলটি জানিয়েছিল, লম্বা সময় ধরে ভিডিও গেম খেলা মানুষ নন-গেমারদের চেয়ে বেশি সুখী।
তবে এখনকার গবেষণাটি থেকে জানা গেছে, কত সময় ধরে খেলা হচ্ছে তার সঙ্গে ভালো থাকা বা না থাকার তেমন কোনো সম্পর্ক নেই। গেমারদের সম্মতি নিয়ে মাইক্রোসফট, নিন্টেন্ডো ও সনি ছয় সপ্তাহের তথ্য প্রদান করে গবেষকদের। এই জরিপে অংশ নেয় অ্যাপেক্স লিজেন্ডস, ইভ অনলাইন, ফরজা হরাইজন ৪, গ্যান টুরিজমো স্পোর্ট, দ্য ক্রু ২-এর গেমাররা। জরিপের সময় শুধু একজন গেমার নিজের নাম বাদ দেয়। গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয় রয়াল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে।