৩ দিনে ইডির শতাধিক প্রশ্নের মুখোমুখি সোনিয়া

আজকের পত্রিকা প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ২২:১৬

আপাতত জিজ্ঞাসাবাদ থেকে মুক্তি পেয়েছেন ভারতের সর্বপ্রাচীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ বুধবার ভারতের আর্থিক অপরাধ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) তাঁকে জিজ্ঞাসাবাদ থেকে মুক্তি দিয়েছে। মানি লন্ডারিংয়ের অভিযোগে তিন দিন জেরা করা হয়েছে এ নেত্রীকে। 


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৩ দিনে মোট ১২ ঘণ্টায় শতাধিক প্রশ্ন করা হয়েছে সোনিয়াকে। গত মঙ্গলবার সোনিয়া গান্ধীকে প্রায় ৬ ঘণ্টা ধরে ইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডির বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রশ্নের সঙ্গে সঙ্গেই দ্রুত ইডি কর্মকর্তাদের করা উত্তর দিয়েছিলেন তিনি। ওই দিন সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করে কংগ্রেস। 


তবে আজ বুধবার ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ৭৫ বছর বয়সী সোনিয়াকে। কংগ্রেসের বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ড এবং ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়ে জানতে চাওয়া হয়। এদিনের জিজ্ঞাসাবাদের পর নতুন করে ইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য সোনিয়া গান্ধীকে আর তলব করা হয়নি। 


ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপের মামলায় প্রথম দফা জিজ্ঞাসাবাদ করা হয় সোনিয়া গান্ধীর ছেলে ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে। তাঁকে সে সময় ৫ দিন ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে মোট দেড় শতাধিক প্রশ্ন করা হয়েছিল। এবার দুজনের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় মিলিয়ে দেখা হবে দুজনের তথ্যই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us