উপমহাদেশের বিখ্যাত নজরুল শিল্পী ফিরোজা বেগমের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত 'ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক' পেলেন বিশিষ্ট সংগীত শিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত 'ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২২' এ এদুজন সংগীত শিল্পীকে পুরস্কার প্রদান করা হয়৷
২০১৬ সাল থেকে এসিআই ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় ঢাবিতে প্রবর্তিত ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠন করা হয়৷ ট্রাস্ট ফান্ড থেকে প্রতিবছর দেশবরেণ্য একজন শিল্পীকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন শিক্ষার্থীকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান করে আসছে৷ সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে সাবিনা ইয়াসমিন, ২০১৭ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা, ২০১৮ সালে রুনা লায়লা, ২০১৯ সালে ফরিদা পারভীনকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কারে ভূষিত করা হয়।
করোনা মহামারির কারণে গত দুবছর এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করতে না পারায় এ বছর একই সাথে ২০২০ সালের জন্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমান ও ২০২১ সালের জন্য সৈয়দ আব্দুল হাদীকে এই পুরস্কারের জন্য মনোনিত করা হয়।