কোনো মেয়ে আপনার প্রেমে পড়লে তার আচার-আচরণে আপনি বুঝে যাবেন। আর মেয়েদের মন দ্বন্দ্ব (কি হবে, ও কি বলবে,পরে কি হবে,যদি না গ্রহণ করে এসব দ্বন্দ্ব) থাকেনা । তারা কোনো মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যদি আপনাকে ভালোবাসে। তাছাড়া কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে কিনা, তার প্রেমে পড়েছে কিনা তা বোঝার কিছু লক্ষণ রয়েছে। একটু খেয়াল করলেই আপনি তা নজরে আনতে পারবেন। চলুন তবে জেনে নেয়া যাক লক্ষণগুলো সম্পর্কে, আর এইগুলো শুধু ছেলেদের জন্যই- হাসি আপনার কোনো মজার কথা শুনে সবার থেকে একটু বেশিই হাসছে সে।
আবার আপনার প্রতি তার দৃষ্টিও মনযোগী। মনোবিজ্ঞানের ভাষায়, ছেলেরা মেয়েদের হাসি পছন্দ করে। কোনো মেয়ে তাকে দেখে হাসলে মনে মনে খুশিই হয়। ফলে মেয়েদের হাসি আরো বিস্তৃত হয়। অহেতুক ছুঁয়ে দেয়া কোন স্পর্শ বেখেয়ালে আর কোন স্পর্শ সচেতনভাবে তা নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন, সে একটু বেশিই আপনাকে ছুঁতে চাইছে কিনা। কারণে অকারণে হাতে হাত লেগে যাচ্ছে কিনা। আবার মিষ্টি হেসে আপনাকে সরিও বলছে হয়তো। তবে তিনি চেষ্টা করছেন আপনার বাহুর স্পর্শ পেতে। তাহলে বুঝে নিন সে আপনার প্রেমে পড়েছে।