সংলাপে না যাওয়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ২২:০৫

বর্তমান নির্বাচন কমিশনও (ইসি) ক্ষমতাসীন দলীয় সরকারের অধীন আরও একটি বিতর্কিত ও প্রহসনের নির্বাচন করার পথেই অগ্রসর হচ্ছে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, ইসির সক্ষমতা, সদিচ্ছা ও স্বাধীনতার প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা ইসির কোনো বিতর্কিত কাজের সহযোগী হয়ে জনমতের বিপক্ষে দাঁড়াতে পারে না। এসব বিবেচনায় দলটি ইসির সংলাপে অংশ নেয়নি।


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ আজ মঙ্গলবার পুরানা পল্টন কার্যালয়ে এক পর্যালোচনা সভায় এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আজ ইসির সংলাপে অংশ নেওয়ার জন্য ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা সংলাপে অংশ নেয়নি। সংলাপে না যাওয়ার কারণ ইসিকেও চিঠি দিয়ে জানিয়েছে দলটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনুছ আহমাদ বলেন, দলীয় সরকারের অধীন অতীতের দুটি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনের মতবিনিময়ে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতীতেও নির্বাচন কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য দলের পক্ষ থেকে গঠনমূলক প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো প্রস্তাবই মূল্যায়ন করা হয়নি। বরং তাদের দ্বারা দল একধরনের প্রতারিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us