বিদেশি মুদ্রার তীব্র সংকট চলায় অবশেষে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হলো শ্রীলঙ্কা। আগামী এক বছর পর্যন্ত জ্বালানি আমদানি সীমিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার এক টুইটবার্তায় এই তথ্য জানান জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা। টুইটবার্তায় তিনি বলেন, ‘বিদেশি মুদ্রার মজুত সংকটের কারণে আগামী ১২ মাস জ্বালানি আমদানি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
উইজেসেকেরা আরও জানান, চলতি সপ্তাহ থেকেই সরকারের পক্ষ থেকে রেশন ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে দেশবাসীকে।
গত তিন দশকে মোট ছয়বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা অভিজ্ঞ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে গত সপ্তাহে পার্লামেন্ট ভোটে বিজয়ী হয়ে প্রথমবারের মতো দেশের প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন।
জ্বালানি আমদানির এই সাময়িক নিষেধাজ্ঞাকে বিক্রমাসিংহের নেতৃত্বাধীন সরকারের দেশ পরিচালনা বিষয়ক প্রথম পদক্ষেপ বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।