মমতার কাছেও যেত শিক্ষা দপ্তরের ঘুষের টাকা: বৈশাখী বন্দ্যোপাধ্যায়

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ২০:৪৩

তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, শিক্ষা দপ্তরের ঘুষের টাকার অংশ পাঠানো হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তিনি এ কথা আগেই জানতে পেরেছিলেন। কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের চাপের কারণে এসব কথা গোপন রেখেছিলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।


বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁকে তৃণমূলের শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক করেছিলেন। এরপর বলেছিলেন, ‘চুরি রোধ আর শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার অভিপ্রায় নিয়ে আমাকে ওই পদে কাজ করতে হবে। কিন্তু ওই পদে যোগ দেওয়ার পরই আমার চোখ খুলে যায়। চারদিকে ছেয়ে আছে দুর্নীতির জাল। যদিও আমি তখন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে ছিলাম। চোখ বুজে সব দেখেছি, শুনেছি। মনে হয়েছিল শিক্ষা দপ্তর একাডেমিক মাফিয়ায় পরিণত হয়ে যাচ্ছে।’ পার্থ চট্টোপাধ্যায় বলতেন, আমার প্রতিটি কাজে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী মমতা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us