সামনে বলিষ্ঠ পুরুষ, পোশাক খুলতে গিয়ে কাঁপছিলেন কেট

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১৮:১৮

১৯৯২ সাল। এক বিলাসবহুল অন্তর্বাস সংস্থার অ্যাম্বেসেডর হওয়ার ডাক পেয়েছিলেন কিশোরী মডেল কেট মস। কিন্তু ফ্লোরে গিয়েই চমকে উঠলেন। চিত্রগ্রাহকদের নির্দেশ ছিল, পোশাক খুলে ক্যামেরার সামনে অভিব্যক্তি তুলে ধরতে হবে কেটকে। বিপরীতে জনপ্রিয় অভিনেতা মার্ক ওয়াহলবার্গ। কেট জানান, লজ্জা পেয়েছিলেন শুরুতে। ভয়ে হাত-পা অবশ হয়ে আসছিল। যদিও শুটিংয়ের পর ছবিগুলি বহু মানুষের প্রশংসা পেয়েছিল।


মডেলিং ক্যারিয়ারেও একের পর এক সাফল্যের মুখ দেখেন কেট। প্রবেশ করেন ছবির জগতেও। পরে এক সাক্ষাৎকারে প্রথম বারের সেই অনুভূতি ভাগ করে নেন তারকা। সঞ্চালক লরেন ল্যাভার্নের সঙ্গে কথোপকথনের সময় বলেন, অভিনেতা মার্কের বিপরীতে অসহায় লাগছিল সে দিন। ভয় করছিল। কারণটাও স্পষ্ট করেন কেট। তখন তিনি নবাগত। তার পরিচিতি তৈরি হয়নি তেমন। আর মার্ক? তিনি বলিষ্ঠ, পৌরুষের দীপ্তি তার সর্বাঙ্গে। এত বড় অভিনেতা! তার সামনে নিজেকে হীন বলে মনে হত আমার। আমি তো তখন এক ছাপোষা মডেল! যদিও কালো-সাদা ছবিগুলিতে নিরাবরণ যুগলকে দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সকলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us