মুখের প্যারালাইসিসে ফিজিওথেরাপি

দেশ রূপান্তর প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১৭:২১

বেলস পালসি আমাদের মুখের এক ধরনের প্যারালাইসিস। আমাদের ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভটিকে ফেসিয়াল নার্ভ বলে। যখন এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায় তখন তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা পালসি বলা হয়। ব্রেইন স্ট্রোক বা হেড ইনজুরির কারণে বা ফেসিয়াল পালসি বা ঠান্ডাজনিত কারণেও হয় বেলস পলিসি। এটি যেকোনো বয়সের নারী ও পুরুষ উভয়েরই হতে পারে। তবে পুরুষের তুলনায় নারীদের এ রোগ বেশি দেখা যায়।


কেন হয়?


বেলস পালসি বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য


 ভাইরাল ইনফেকশন



 মধ্য কর্ণে ইনফেকশন


 ঠান্ডাজনিত কারণ


 আঘাতজনিত কারণ


 মস্তিষ্কের স্ট্রোকজনিত কারণ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us