আফ্রিকার দেশ কঙ্গোর গোমা শহরে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া, আরও ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তাসংস্থা রয়টার্স একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর গুলিতে অন্তত দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
এছাড়া, বার্তা সংস্থা এএফপির সাংবাদিক শান্তিরক্ষা বাহিনীকে এক বিক্ষোভকারীকে গুলি করতে দেখেছেন বলে জানিয়েছেন।