যেসব লক্ষণ ফুটে উঠলে যকৃত পরীক্ষা করানো জরুরি

ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১২:৩৩

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে ‘লিভার’ বা যকৃত অন্যতম। শরীরে প্রবেশ করা সবকিছুর বিপাক ও শরীরের বর্জ্য অপসারণের কাজটি করে যকৃত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 


তবে গুরুত্বপূর্ণ এই অঙ্গের কোনো ক্ষতি হলে প্রাথমিক অবস্থায় তার লক্ষণ দেখা যায় খুবই সামান্য।


তাই এই লক্ষণগুলো চোখে পড়লে যকৃত পরীক্ষা করিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।


হলুদাভ চোখ কিংবা ত্বক: জন হপকিন্স মেডিসিন’য়ের বরাত দিয়ে ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়- ত্বক ও চোখ হলুদ হওয়ার কথা শুনলে জন্ডিসের কথাই মনে পড়ে। আর এই রোগ যকৃতের সঙ্গেই জড়িত।


যকৃত যখন সঠিকভাবে রক্ত থেকে ‘বিলিরুবিন’ নামক উপাদানটি ছেঁকে অপসারণ করতে পারে না তখনই এই রোগ দেখা দেয়।


রক্তের লোহিত কণিকা জৈব রাসায়নিক প্রক্রিয়ার এই ‘বিলিরুবিন’ যা শরীরের অতিরিক্ত হয়ে গেলে চোখ ও ত্বকে হলুদ আভা দেখা দেয়।


যকৃতের রোগের প্রথম এবং অনেকসময় একমাত্র লক্ষণ হয় এই জন্ডিস।


শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব: পা, গোড়ালি বা পেটের জায়গায় যদি লম্বা সময় ধরে ফুলে থাকে তবে সেটাও হতে পারে যকৃত নষ্ট হওয়ার পূর্বাভাস।


যকৃতের সবচাইতে মারাত্মক রোগ হলো ‘সিরোসিস’। আর এই রোগে আক্রান্ত প্রায় অর্ধেক রোগীর মাঝেই দেখা যায় শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়ার ঘটনা।


যকৃত যখন ‘অ্যালবিউমিন’ তৈরি করতে ব্যর্থ হয় তখনই ‘সিরোসিস’ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us