বয়স মাত্র ১৮ মাস, সবাই বলেন আইনস্টাইন

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১১:০৮

শিশুটির বয়স মাত্র ১৮ মাস। এই বয়সেই শিশুটিকে ভুবনবিখ্যাত জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সঙ্গে তুলনা করছেন অনেকেই। তবে প্রখর বুদ্ধিমত্তার কারণে নয়; বরং চুলের কারণে এই তুলনা। শিশুটির চুল এলোমেলো ও বেশ ফোলানো। দেখতে অনেকটা আইনস্টাইনের চুলের মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ব্যাপক সাড়া ফেলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল সোমবার এক প্রতিবেদনে জানায়, শিশুটির নাম লায়লা ডেভিস। বাড়ি যুক্তরাজ্যের স্যাফোকের গ্রেট ব্ল্যাকেনহামে। মা চার্লট ও বাবা কেভিন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, জন্মের পর থেকেই তাঁদের মেয়ে লায়লার চুল বেশ বড় ও ফোলানো। অনেকটা ঝাঁকড়া চুলের মতো। সব সময় এলোমেলো থাকে। কোনোভাবেই তার চুল বিন্যস্ত রাখা যায় না।

আসলে লায়লা চুলের একটি রোগে ভুগছে। চিকিৎসাবিজ্ঞানে জন্মগত এ রোগের নাম আনকমবেবল হেয়ার সিনড্রোম (ইউএইচএস)। গত মাসে শিশুটির এ রোগ শনাক্ত হয়। ১৯৭৩ সালে বিশ্বে প্রথম ইউএইচএস শনাক্ত হয়েছিল। এর পর থেকে বিশ্বজুড়ে মাত্র ১০০ জনের এ বিরল রোগ শনাক্ত হয়েছে বলে চিকিৎসক ও বিজ্ঞানীরা জানিয়েছেন। মূলত জিনগত পরিবর্তনের কারণে এটি হয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us